স্পোর্টস ডেস্কঃ আমেরিকার মাটিতে খেলবেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টুর্নামেন্ট ‘ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)’ বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে টুর্নামেন্ট মাতাবেন সাকিব ।
এই টাইগার অলরাউন্ডার আগামী ২৮ থেকে ৩১শে জুলাই সেখানে অবস্থান করবেন। সিপিএলে তিনি খেলবেন জ্যামাইকা তালাহওয়াশের হয়ে। এবারের আসরের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে আমেরিকার ফ্লোরিডায়। ৩০শে জুলাই প্রথম ম্যাচে সাকিবদের জ্যামাইকা মুখোমুখি হবে সেন্ট লুসিয়ার। এই ভেন্যুতে ১০ হাজার দর্শক ম্যাচটি উপভোগ করতে পারবেন ।
বাংলাদেশি মূল্যে প্রায় ৮৬ লাখ টাকায় সাকিবকে দলে টানে জ্যামাইকা। এই দলে সাকিব সতীর্থ হিসেবে পাবেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, কুমার সাঙ্গাকারা আর লাসিথ মালিঙ্গার মতো বিশ্ব তারকাদের । জ্যামাইকা গেইলকে ১ লাখ ৬০ হাজার ডলার, সাঙ্গাকারাকে ১ লাখ ৩০ হাজার ডলার, রাসেলকে ৯০ হাজার ডলার দিয়ে দলে নিয়েছেন ।