স্পোর্টস ডেস্কঃ আর ১দিন পরেই শুরু হচ্ছে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল খেলা আইপিএল। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এই নামগুলো ভুলে আগামী প্রায় ২ মাস শুধুই চর্চা হবে কলকাতা নাইট রাইডার্স বা দিল্লি ডেয়ারডেভিলস অথবা কিংস ইলেভেন পাঞ্জাব কিংবা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিয়ে ।
নতুন উদ্যমে নতুন আইপিএল সিজনে গা ভাসিয়ে দেওয়ার আগে দেখে নিন এই প্রতিযোগিতার রাজা-বাদশাদের। ১ ঝলকে দেখে নিন আইপিএলের ইতিহাসের সবথেকে বেশি রান করা ১০ ব্যাটসম্যান কারা ।
১) সুরেশ রায়না - ১৩২ ম্যাচে ৩৬৯৯ রান।
২) রোহিত শর্মা - ১২৮ ম্যাচে ৩৩৮৫ রান।
৩) ক্রিস গেইল - ৮২ ম্যাচে ৩১৯৯ রান।
৪) বিরাট কোহলি - ১২৩ ম্যাচে ৩১৩৭ রান।
৫) গৌতম গম্ভীর - ১১৭ ম্যাচে ৩১৩৩ রান।
৬) রবীন উথাপ্পা - ১২০ ম্যাচে ২৯৯৬ রান।
৭) মহেন্দ্র সিং ধোনি - ১২৯ ম্যাচে ২৯৮৬ রান।
৮) বীরেন্দ্রে সেহবাগ - ১০৪ ম্যাচে ২৭২৮ রান।
৯) শিখর ধাওয়ান - ৯৬ ম্যাচে ২৫৮১ রান।
১০) এবি ডিভিলিয়ার্স - ১০৪ ম্যাচে ২৫৭০ রান।