স্পোটস ডেস্কঃ আইসিসির সভায় ক্ষমতা অক্ষুণ্ন রাখার ভোটযুদ্ধে হেরে গেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ক্রিকেট বিশ্বে খর্ব হয়েছে ক্ষমতা। পাশাপাশি হারাতে হচ্ছে মোটা অংকের অর্থ। পাল্টা জবাব হিসেবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি বর্জনের কথা ভাবছে ভারত। টুর্নামেন্টটি উপলক্ষে দল ঘোষণার সময় ২ দিন আগে পেরিয়ে গেলেও এখনও দল ঘোষণা করেনি তারা। এমতাবস্থায় বিসিসিআইয়ের মানভঞ্জনে বাড়তি ১০০ মিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে আইসিসি।
তিন মোড়ল নীতির বিলোপ এবং পরিবর্তিত আর্থিক কাঠামোতে ৫৭১ মিলিয়ন ডলারের জায়গায় ২৯৩ মিলিয়ন ডলার পাবে ভারত। এটা নিঃসন্দেহে তাদের ক্রিকেট বাণিজ্যের জন্য বড় ক্ষতি। এটা মেনে নেবে কেন ক্রিকেট বাণিজ্যের তীর্থস্থান ভারত? অন্যদিকে ভারত ছাড়া কোনো টুর্নামেন্ট আয়োজন করলেও আইসিসির আর্থিক ক্ষতি হবে বলে মনে করা হচ্ছে। তাই আইসিসির ভারতীয় চেয়ারম্যান শশাঙ্ক মনোহর ভারতকে ২৯৩ মিলিয়নের পরিবর্তে ৩৯০ মিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছেন। প্রস্তাব প্রসঙ্গে বিসিসিআইয়ের একজন মুখপাত্র বলেছেন,আইসিসির আমাদের বাড়তি ১০০ মিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটি বিসিসিআইয়ের সাধারণ সভায় উপস্থাপন করা হবে। এরপর সিদ্ধান্ত জানানো হবে।
তবে বিসিসিআইয়ের আভ্যন্তরীণ সূত্র বলছে,প্রস্তাবটি মেনে না নেওয়ার সম্ভাবনাই বেশি। কারণ,দুবাইয়ের সেই বৈঠকে ভারত কমপক্ষে ৪৫০ মিলিয়ন ডলার আশা করেছিল। পাশাপাশি ৩ মোড়ল নীতির বাতিলের বিপক্ষে অবস্থান নিয়েছিল দেশটি। বিসিসিআইয়ের বোর্ড মিটিংয়ে প্রস্তাবটি গৃহীত হলেও সমস্যার সমাধান হচ্ছে না। কারণ,জুনে আইসিসির আসন্ন বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতভাবে এই প্রস্তাব পাস হতে হবে। যদিও তিন মোড়ল নীতির বিষয়ে ভারত ৯-১ ব্যবধানে হেরেছে।