স্পোর্টস ডেস্কঃ গত মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ১-১ এ ড্র করে বাংলাদেশ। যার ইতিবাচক ফলও একদিনের ক্রিকেট র্যা ঙ্কিংয়ে পেয়েছে টাইগাররা। যদিও আগের মতো মাশরাফি বিন মুর্তজার দল ওয়ানডে র্যা ঙ্কিংয়ে রয়েছে সাত নম্বরেই। কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে রেটিং পয়েণ্টের ব্যবধান কমিয়ে এনেছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। আজ প্রকাশিত আইসিসির বার্ষিক ওয়ানডে র্যাযঙ্কিংয়ের হালনাগাদে সেটাই বলছে।
বর্তমান ওয়ানডে র্যা ঙ্কিংয়ে সপ্তম স্থানে থাকা টাইগারদের রেটিং পয়েন্ট ৯১। ষষ্ঠ স্থানে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট এখন ৯৩। এদিকে অষ্টম স্থানে থাকা পাকিস্তানের সঙ্গে মাশরাফিদের ৩ রেটিং পয়েন্ট ব্যবধান বেড়েছে। কমেছে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের রেটিং পয়েন্ট। ক্যারিবিয়ানদের বর্তমান রেটিং পয়েন্ট বেড়ে ৮৩ থেকে হয়েছে ৭৯। আর জিম্বাবুয়ের রেটিং পয়েন্ট এখন ৪৬।
আগের মতো ওয়ানডে র্যা ঙ্কিংয়ের শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ১১৯ থেকে ১২৩। এদিকে অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট রয়েছে আগের মতোই ১১৮।
এক নজরে আইসিসির বার্ষিক হালনাগাদের পর দলগুলোর ওয়ানডে র্যাফঙ্কিং ও রেটিং-
র্যা ঙ্কিং রেটিং পয়েন্ট
১. দক্ষিণ আফ্রিকা ১২৩ (+৪)
২. অস্ট্রেলিয়া ১১৮ (-)
৩. ভারত ১১৭ (+৫)
৪. নিউজিল্যান্ড ১১৫ (+২)
৫. ইংল্যান্ড ১০৯ (+১)
৬. শ্রীলঙ্কা ৯৩ (-৫)
৭. বাংলাদেশ ৯১ (-১)
৮. পাকিস্তান ৮৮ (-২)
৯. ওয়েস্ট ইন্ডিজ ৭৯ (-৪)
১০. আফগানিস্তান ৫২ (-)
১১. জিম্বাবুয়ে ৪৬ (-২)