News71.com
 Sports
 02 May 17, 12:43 PM
 638           
 0
 02 May 17, 12:43 PM

বাংলাদেশ সফরে নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তালবাহানা.....  

বাংলাদেশ সফরে নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তালবাহানা.....   

স্পোর্টস ডেস্কঃ সকালে এক কথা, বিকালে আরেক কথা, বাংলাদেশ সফর নিয়ে এমন তালবাহানা কতটুকু যৌক্তিক? কয়েকদিন আগে হুট করে পাক ক্রিকেট বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খান বলে দিলেন, ‘আমরা বাংলাদেশ সফরে আসছি না।’ এবার তার মুখেই ভিন্ন সুর। বললেন, ‘বাংলাদেশ সফর বাতিল করেনি পাকিস্তান। দুবাইয়ে আমার সাথে বিসিবি সভাপতি নাজমুল হাসানের আলাপ হয়েছে। আমরা চাই, আসন্ন সিরিজটা ভিন্ন কোনো ভেন্যুতে আয়োজন করতে। যেটা হবে পাকিস্তানের হোম সিরিজ।


পাকিস্তান ক্রিকেটের এই কর্মকর্তা স্পষ্ট করেই বলেছেন 'আমরা বাংলাদেশের সাথে খেলতে রাজি না,এটা সত্যি নয়। আমরা নিজেদের অবস্থান ব্যাখ্যা করে সমঝোতার জন্য বিসিবিকে চিঠি দিবো। তৃতীয় কোনো ভেন্যুতে সিরিজটি খেলতে আমাদের কোনো আপত্তি নেই।’ উল্লেখ্য আসন্ন জুলাইতে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান দল বাংলাদেশে আসার কথা। সর্বশেষ ২০০৭-০৮ মৌসুমে পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ। এরপর দেশের মাটিতে ২০১১-১২ ও ২০১৫ সালে পাকিস্তান বাংলাদেশে আসে। উল্লেখ্য, বাংলাদেশ ছাড়াও গেল দুই বছর শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড ক্রিকেট দল পাকিস্তান সফর করতে দ্বিমত পোষণ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন