News71.com
 Sports
 02 May 17, 10:51 PM
 649           
 0
 02 May 17, 10:51 PM

আন্তর্জাতিক ক্রিকেট থেকে যুক্তরাষ্ট্রকে বহিষ্কার করছে আইসিসি।।  

আন্তর্জাতিক ক্রিকেট থেকে যুক্তরাষ্ট্রকে বহিষ্কার করছে আইসিসি।।   

স্পোটস ডেস্কঃ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে বহিষ্কার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত আইসিসির বেধে দেয়া নিয়ম-নীতি অনুসারে মার্কিন ক্রিকেটে ঐক্যবদ্ধ অবস্থান তৈরি করতে না পারার অপরাধেই নতুন করে নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে তারা। জুনে আইসিসির পূর্ণ সদস্যদের ভোট বিপক্ষে পড়লেই নিষিদ্ধ হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট সংস্থা ইউএসএসিএ।

এ প্রসঙ্গে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন বলেন,আইসিসির বোর্ড সভায় হালকাভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়নি। আমরা গত দুই বছরে দেশটির ক্রিকেট পূনর্গঠন প্রক্রিয়া দেখতে চেয়েছিলাম। কিন্তু সেখানকার বোর্ডে এখনও ঐকমত্যই গড়ে ওঠেনি। আমরা চাই, সেখানে একটা ঐকমত্য গড়ে উঠুক;কিন্তু এখন বোঝা যাচ্ছে,এ বিষয়টা এখন মোটেও সম্ভব নয়।

এসময় তিনি আরও বলেন,ইউএসএসিএ-র পেছনে অনেক সময় এবং অর্থ ব্যয় করা হয়ে গেছে। চেষ্টা করা হয়েছে তাদের ক্রিকেটকে এগিয়ে নেয়ার। কিন্তু ইউএসএসিএ কোনো সহযোগিতা করেনি। তারা এ ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখন সংস্থাটির বিপক্ষে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে আইসিসি। উল্লেখ্য,এর আগে ২০১৫ সালে একবার যুক্তরাষ্ট্রের ক্রিকেট সংস্থাকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল আইসিসি। ১২ বছরের মধ্যে এ নিয়ে তৃতীয়বার নিষেধাজ্ঞার মুখোমুখি হতে যাচ্ছে শক্তিধর দেশটির ক্রিকেট সংস্থা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন