News71.com
 Sports
 02 May 17, 10:56 PM
 654           
 0
 02 May 17, 10:56 PM

আইসিসির চেয়ারম্যান পদে ফিরছেন ভারতীয় ক্রিকেটকর্তা শশাঙ্ক মনোহর।।

আইসিসির চেয়ারম্যান পদে ফিরছেন ভারতীয় ক্রিকেটকর্তা শশাঙ্ক মনোহর।।

স্পোটস ডেস্কঃ শশাঙ্ক মনোহরের মান ভাঙাতে উঠেপড়ে লেগেছে অন্যরা। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির পদত্যাগী চেয়ারম্যানকে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে বিভিন্ন বোর্ড কর্তাগণও। বোঝানোর চেষ্টা করছে মনোহরকে আইসিসির দরকার। বিশ্ব ক্রিকেটের দরকার। ভারতের সাবেক প্রেসিডেন্ট আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান হয়েছিলেন গেল বছরের মে মাসে। কিন্তু গত মাসেই তিনি পদত্যাগ করেন।

আসলে মনোহরের উপর ক্ষুব্ধ তার দেশের বোর্ড বিসিসিআইও।কারণ, বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদ ছেড়ে প্রবল ব্যক্তিত্বসম্পন্ন এই মানুষটি আইসিসি চেয়ারম্যান হওয়ার পর নানা ইতিবাচক পদক্ষেপ নেন। বিশ্ব ক্রিকেট থেকে তিন মোড়ল বা বিগ থ্রির ক্ষমতা কেড়ে নিয়েছেন তো তিনিই। তাতে করে ভারতের বোর্ডের আয় কমেছে। দেশের জন্য পক্ষপাতিত্বের কোনো কাজই মনোহর করেননি চেয়ারম্যানের আসনে বসার পর।

আইসিসির চেয়ারম্যানের মেয়াদ দুই বছর। এক বছর পুরো হওয়ার আগেই তা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন মনোহর। সরে গেছেন। তার আগে আইসিসির জন্য গঠণতন্ত্রে সবার কথা ভেবে অনেক কিছু যোগ বিয়োগ করেছেন। যা পাশ হলো কদিন আগে। সূত্র জানিয়েছে,মনোহর বলেছেন,এক বছর হলে তিনি অফিস ছেড়ে দেবেন। দুই বছরের মেয়াদ পুরো করবেন না। কিন্তু সদস্যরা বিশ্বাস করে,২০১৮ সালে তার প্রথম মেয়াদ শেষ হওয়ার পর দ্বিতীয় মেয়াদে আরো দুই বছর চেয়ারম্যান পদে থাকা উচিৎ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন