News71.com
 Sports
 03 May 17, 12:45 PM
 684           
 0
 03 May 17, 12:45 PM

ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে অ্যাটলেটিকো উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ    

ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে অ্যাটলেটিকো উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ      

স্পোর্টস ডেস্কঃ ম্যাচটা রিয়াল মাদ্রিদ আর অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে না হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো বনাম অ্যাটলেটিকো এই শিরোনামে হলে ভালোই হত। ম্যাচের ফলাফলও সে তথা বলছে। চ্যাম্পিয়নস লিগের সেমির প্রথম লেগে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে একাই উড়িয়ে দিল রোনালদো। দুর্দান্ত এক হ্যাটট্রিকে ৩-০ ব্যবধানের জয় পায় লস ব্লাঙ্কোসরা। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে একাই প্রতিপক্ষকে ধসিয়ে দেয় সি আর সেভেন। ১০ মিনিটের মাথায় রিয়ালকে উল্লাসের উপলক্ষ এনে দেন পর্তুগাল তারকা।

১-০ স্কোর নিয়ে বিরতিতে যায় রিয়াল। বিরতির পর খানিকটা সময় ম্যাচে আধিপত্য কায়েমের চেষ্টা করে অ্যাটলেটিকো। তাতে অবশ্য কোনো লাভ হয়নি। গোল শোধ দূরের কথা। উল্টো গোল হজম করে। একটা নয়, দুটি। ৭৩ এবং ৮৬। এই দুই ম্যাজিক্যাল সময়ে ম্যাজিক দেখান রোনালদো। শেষ পর্যন্ত রিয়ালের কাছে মলিন পরাজয় নিয়েই মাঠ ছাড়ে গ্রিজম্যানরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন