News71.com
 Sports
 09 Apr 16, 11:16 AM
 1009           
 0
 09 Apr 16, 11:16 AM

শচীনকে ভারতের কোচ হিসেবে চান কাম্বলি ।।

শচীনকে ভারতের কোচ হিসেবে চান কাম্বলি ।।

স্পোর্টস ডেস্কঃ রবি শাস্ত্রী কোচ থাকছেন না এমন গুজব ছড়িয়ে পড়ার পর টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ কে হচ্ছেন এটা নিয়ে ভারতীয় গণমাধ্যমে রাহুল দ্রাবিড়ের নাম প্রকাশিত হয়। আর এটা দেখে টুইটারের বিনোদ কাম্বলির দাবি, রবি শাস্ত্রীর জায়গায় এই মুহূর্তে সবচেয়ে যোগ্য ব্যক্তি মাস্টার ব্লাস্টার  শচীন টেন্ডুলকারই ।

পাকিস্তান ক্রিকেট দলের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন মাস্টার ব্লাস্টারের একসময়ের বন্ধু কাম্বলি। এবার তিনি নিজেই বললেন, শচীন জাতীয় দলের কোচের দায়িত্ব নিন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উচিত শচীনকে জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব দেওয়া ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন