স্পোটস ডেস্কঃ বাংলাদেশ সফর স্থগিতের ঘোষণা এখনো আনুষ্ঠানিকভাবে দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জুলাইয়ে হোম সিরিজ নিয়ে তাই আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি চূড়ান্ত করে পিসিবির কাছে পাঠানো হয়েছে। যাতে রয়েছে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি। বিসিবি এখন পিসিবির প্রতিক্রিয়া আসার অপেক্ষা করছে। আজ শনিবার বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন,আমরা আমাদের সূচি পাঠিয়ে দিয়েছি। তাদের ফিডব্যাকের জন্য অপেক্ষা করছি। জুলাই-আগস্টে পাকিস্তান দল বাংলাদেশ সফর করবে এটা একরকম নিশ্চিত ছিল। কিন্তু দুবাইয়ে আইসিসি’র সভায় গিয়ে ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান জানান,তারা বাংলাদেশ সফরে আসবেন না।
বাংলাদেশ সর্বশেষ ২০০৭-০৮ মৌসুমে পাকিস্তান সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল। এরপর ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দল বহনকারী বাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সেই থেকে অন্য দেশের মতো বাংলাদেশও দেশটিতে দল পাঠাতে চায় না। এরমধ্যে ২০১১-১২ এবং ২০১৫ সালে বাংলাদেশে আসে পাকিস্তান ক্রিকেট দল। এবার বাংলাদেশ সফরে আসতে রাজী হওয়ার পর হঠাৎ করেই আবার তা স্থগিত করে পিসিবি। তাদের ভাষ্য, টানা তিনবার তারা বাংলাদেশ সফর করতে রাজি নয় পাকিস্তান।