News71.com
 Sports
 11 Apr 16, 02:36 AM
 972           
 0
 11 Apr 16, 02:36 AM

এবার বল হাতে বিশ্ব কাঁপাতে আসছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজের ছোট ভাই ।।

এবার বল হাতে বিশ্ব কাঁপাতে আসছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজের ছোট ভাই ।।

স্পোর্টস ডেস্কঃ সত্যি দারুন এক প্রতিভা, সবাইকে চমকে দিলেন ‘কাটার মাষ্টার’ খ্যাত মুস্তাফিজের খালাতো ভাই পিয়াস, মুস্তাফিজ যখন দেশে-বিদেশে ব্যাপক প্রশংসা অর্জন করছে, ঠিক সেই মুহূর্তে ক্লাব খেলায় নিজ স্বকীয়তায় দারুন এক আলোড়ন সৃষ্টি করলেন পিয়াস। যশোরের ঐতিহ্যবাহী ক্লাব জাগরণী চক্রের হয়ে পিয়াস মাত্র ৪ ওভার বল করে ১৩ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ৮টি মূল্যবান উইকেট। জাতীয় দলের সাবেক ক্রিকেটার তুষার ইমরান এক সময়ে এই ক্লাবের হয়ে খেলতেন এবং পরবর্তীতে বিভাগীয় লিগে খেলে জাতীয় দলের হয়ে বেশ কয়েকদিন অনেকগুলো ম্যাচ খেলেছেন ।

জাগরণী চক্রের কোচ তুষার ইমরানের ছোট ভাই শিশির পিয়াস সম্পর্কে বলেন, ওর খেলায় নতুনত্ব আছে, ব্যাট কিংবা বল দুটোতেই সমানভাবে পারদর্শীতা অর্জন করছে দিন দিন। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলার জন্য জোড় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন পিয়াস, আশা করি সুযোগ পেলে সবাইকে চমকে দেবে ও। এছাড়াও পিয়াসের খেলা দেখে মুগ্ধ হয়েছেন জাতীয় দলের সাবেক পেসার তারকা খেলোয়াড় মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং সৈয়দ রাসেল ।

উল্লেখ্য, মুস্তাফিজের মত পিয়াসের গায়েও জাতীয় দলের পোশাক দেখতে চান এলাকাবাসী। পিয়াসের পৈত্রিক ভূমি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার জুগিখালি গ্রামে ইতিমধ্যে পিয়াসকে নিয়ে শোরগোল পরে গেছে। পিয়াস বর্তমানে পড়ালেখা করছে যশোর ক্যান্টনমেন্ট কলেজে, তার বাবা পেশায় একজন ডিশ ব্যবসায়ী, থাকেন যশোরের বেজপারায় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন