আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে চুলের ছাট ইসলামপন্থী না হওয়ায় দেশটির কর্তৃপক্ষ এক ফুটবলারকে ধরে মাঠের পাশেই তার চুল কেটে দিয়েছে । খেলা শুরুর আগ মুহূর্তে তার চুল কেটে দেয়ার একটি ভিডিও প্রকাশিত হয়েছে । যাতে দেখা যাচ্ছে বেচারা ফুটবলারের মাথায় কেঁচি চালাচ্ছে রেফারি নিজেই ।একটা নয় দু দুটো কেঁচি দিয়ে ছেঁটে দেয়া হচ্ছে তার মোহক্ স্টাইল ।
দেশটির ফুটবল ফেডারেশনের ইসলামপন্থী চুল নিয়ে যে আইন আছে । সৌদি আরবে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, ফুটবলাররা চুল নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করেন । তাদের উদ্ভট হেয়ার কাট স্কুলের বাচ্চারা অনুকরণ করে । তাই দেশটির স্পোর্টস ও অলিম্পিক কমিটিকে সেবিষয়ে ব্যবস্থা নিতে অনূর্ধ্ব করেছেন দেশটির যুব অর্গানাইজেশনের প্রধান । সৌদি আরবের স্থানীয় ক্লাবগুলোতে বহু বিদেশি ফুটবলাররা খেলেন । ইসলামপন্থী চুলের আইন অমান্য করলে তাদেরও মুক্তি নেই ।