স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেটাঙ্গনের অন্যতম বোলার মুস্তাফিজুর রহমান। অল্প সময়ে এই তরুণ বোলার দক্ষতা দেখিয়ে এগিয়ে নিয়েছেন গোটা দলকে। তার বোলিংয়ে হেনস্তা হয়েছেন অনেক নামিদামী ব্যাটসম্যান। তার এই পারফরমেন্সর অন্যতম রহস্য হলো 'কাটার' ।
সম্প্রতি আনান্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে এই 'কাটার' শেখা নিয়ে মুখ খুলেছেন তরুণ এই ক্রিকেটার। সেখানে তিনি বলেন, আমাদের দেশে পেসারদের ক্যাম্প হয়। সেখানে আমাকে বিজয় ভাই (আনামুল হক বিজয়) বলেছিলেন, তুমি কাটার পারো? আমি বলেছিলাম, করিনি কখনও। চেষ্টা করে দেখতে পারি। তার পর দেখলাম ওটা হচ্ছে। আমার আপনাআপনিই ওটা হয়। হাতে ধরে কেউ শেখায়নি। তার পর থেকে ওটা নিয়ে আরও খেটেছি ।
বাংলা নববর্ষে সাতক্ষীরাকে মিস করছেন করার বিষয়ে মুস্তাফিজুর বলেন, মিসতো করছি। নববর্ষে বাড়ি থাকব না, মন খারাপ করছে। কিন্তু কিছু করার নেই। ক্রিকেট খেলার জন্যই আইপিএল খেলতে পারছি ।