নিউজ ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অভিষেক হয়েছে বাংলাদেশের তরুণ বোলিং কাটার মুস্তাফিজুর রহমানের।
আজ মঙ্গলবার রাতে নিজেদের প্রথম ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি হয়েছে মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। আর এই ম্যাচে হায়দ্রাবাদের হয়ে মাঠে নামার মধ্য দিয়ে প্রথমবারের মতো আইপিএলে দেখা যাবে সাতক্ষীরার কাটার মাস্টারকে।
এদিকে, টস জিতে বিরাট কোহলির দল ব্যাঙ্গালুরুকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন হায়দ্রাবাদের অধিনায়কন ডেভিড ওয়ার্নার।