স্পোর্টস ডেস্কঃ হার্টের সমস্যার কারণে মাত্র ২৬ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংলিশ মিডল অর্ডার ব্যাটসম্যান জেমস টেলর। গতকাল নিজেই টুইট করে সে কথা নিশ্চিত করেন টেলর । ইংল্যান্ডের হয়ে ২৭টি ওয়ানডেতে ৪৪ গড়ে করেছেন ৮৮৭ রান। এক সেঞ্চুরির পাশাপাশি আছে ৭ হাফ-সেঞ্চুরি। অন্যদিকে, ৭ ম্যাচের টেস্টে ২৬ গড়ে রান মাত্র ৩১২ ।
গত সপ্তাহে কাউন্টিতে খেলছিলেন নটিংহ্যামশায়ারের হয়ে। কেমব্রিজ এমসিসিইউ-র বিরুদ্ধে খেলার সময়ই অসুস্থ হয়ে পড়েন জেমস। ধারণা করা হয়েছিল কোন ভাইরাল ইনফেকশন হয়েছে। কিন্তু স্ক্যান করতেই দেখা যায় তাঁর হার্টের অবস্থা ভাল নয়। রোগটির নাম অ্যারিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া (এআরভিসি)। জেমস টেলরের এই খবরে রীতিমতো হতাশ তাঁর সতীর্থরা ।