আব্দুল হামিদ: চাপাই নবাবগঞ্জ জেলার ইন্টার স্কুল ক্রিকেট টুনারমেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় ক্রিকেট একাদশ। জেলার গন্ডি পার হবার পর এখন বিভাগীয় পর্যায়েও নিজেদের জয়ধারা অব্যাহত রেখেছে দলটি।
আজ রবিবার অনুষ্ঠিত সেমিফাইনালে স্কুল পর্যায় সিরাজগঞ্জ জেলা চ্যাম্পিয়ন দলকে পরাজিত করে ফাইনাল খেলা নিশ্চিত করল সীমান্ত জেলা চাঁপাই নবাবগঞ্জের প্রসিদ্ধ হরিমোহন স্কুলের ক্রিকেট খেলোয়াডরা ।
হরিমোহন বিদ্যালয়ের ক্রিকেট ইতিহাসে এটি একটি অনেক বড় সাফল্য বলে জানিয়েছেন হরিমোহন বিদ্যালয়ের ছাত্র- শিক্ষক ও অভিভাবক বৃন্দ । এখন অপেক্ষা শুধু ফাইনালের । ফাইনালে এ জয়ের ধারা অব্যাহত থাকলে হরিমোহন স্কুল ক্রিকেট একাদশ আন্ত:বিভাগীয় ক্রিকেট চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জনের পাশাপাশি জাতীয় পর্যায় খেলার সুযোগ পাবে। আর সেই দুদিনের অপেক্ষায় তাকিয়ে আছেন শুধু স্কুল সংশ্লিষ্টরা নন। তাকিয়ে আছেন গোটা জেলাবাসি।