News71.com
 Sports
 16 Apr 16, 06:34 AM
 1560           
 0
 16 Apr 16, 06:34 AM

অবশেষে আইপিএলে সাকিব মুখোমুখি হতে যাচ্ছে মুস্তাফিজের

অবশেষে আইপিএলে সাকিব মুখোমুখি হতে যাচ্ছে মুস্তাফিজের

নিউজ ডেস্কঃ টানা দুই ম্যাচ বাইরে থাকার পর অবশেষে একাদশে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান। এবারের আইপিএলে সাকিবের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ মুস্তাফিজুর রহমান।

আজ হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে সাকিবের কলকাতা নাইট রাইডার্স ও মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদ। টস জিতে ব্যাটিং নিয়েছেন সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

কলকাতার একাদশে পরিবর্তন তিনটি। সবকজনই বিদেশি। আগে ম্যাচে দল থেকে নেই পেটের পীড়ায় আক্রান্ত ব্র্যাড হগ, চোট পেয়েছেন জন হেস্টিংস। আর নেই কলিন মানরো। সাকিবের সঙ্গে একাদশে সুযোগ পেয়েছেন মর্নে মর্কেল ও সুনিল নারাইন।

সানরাইজার্সের একাদশে পরিবর্তন একটিই। চোট পাওয়া আশিস নেহরার জায়গায় খেলছেন আরেক বাঁহাতি পেসার বারিন্দর স্রান।

কলকাতার এটি তৃতীয় ম্যাচ, হায়দরাবাদের দ্বিতীয়। জয়ে শুরু করলেও কলকাতা হেরেছে দ্বিতীয় ম্যাচ। এদিকে প্রথম ম্যাচেই হেরেছিল হায়দরাবাদ।

তবে সেই হেরে যাওয়া ম্যাচেও নজরকাড়া পারফরম্যান্স ছিল মুস্তাফিজের। আইপিএল অভিষেকে রানবন্যার ম্যাচে ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়েছিলেন বাংলাদেশের তরুণ পেসার। টানা দুই বলে আউট করেছিলেন এবি ডি ভিলিয়ার্স ও শেন ওয়াটসনের মতো বিস্ফোরক দুই ব্যাটসম্যানকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন