News71.com
 Sports
 19 Apr 16, 06:32 AM
 863           
 0
 19 Apr 16, 06:32 AM

চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেন হেস্টিংস ।। কলকাতা নাইট রাইডার্স শিবিরে বড় ধাক্কা

চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেন হেস্টিংস ।। কলকাতা নাইট রাইডার্স শিবিরে বড় ধাক্কা

স্পোর্টস ডেস্ক: আইপিএলের বড়ম্যাচ কলকাতা নাইট রাইডার্স বনান কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচের আগে কলকাতা নাইট শিবির বড় ধরনের ধাক্কা খেল । কেকেআর ( কলকাতা নাইট রাইডার্স ) দলের নির্ভরযোগ্য বোলার জন হেস্টিংস গোড়ালিতে চোট পেয়ে আইপিএল থেকে বাদ পড়লেন । চলমান আইপিএলে দুই ম্যাচে ৩৭ রান দিয়ে দু’উইকেট নিয়ে এই মিডিয়াম পেসার চলতি মওসুমে দুরন্ত ফর্মে ছিলেন। ফলে তাঁর দল থেকে বাদ পড়া গম্ভীর বাহিনিকে বিপদে ফেলতে পারে।

উল্লেখ্য কলকাতা নাইট রাইডার্স - মুম্বই ইন্ডিয়ানস ম্যাচের আগে প্র্যাকটিস করতে গিয়ে গোড়ালিতে চোট পান কোটি টাকা মূল্যের এই অস্ট্রেলিয় বোলার। তখন থেকেই তাঁর ফিটনেস নিয়ে সংশয় তৈরি হয়। বাকি টুর্নামেন্টে খেলতে পারবেন না জানার পর অস্ট্রেলিয়া ফিরে গেছেন তিনি। হেস্টিংস দল থেকে বাদ পড়ায় দুঃখপ্রকাশ করেছেন নাইট রাইডার্সের সহকারী কোচ সাইমন কাটিচ। জানিয়েছেন, চোট পাওয়ার পরেও ম্যাচ খেলেছেন হেস্টিংস। কিন্তু চোটের জায়গা স্ক্যানের পর তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন