স্পোর্টস ডেস্ক: ক্রিস গেইলের জন্য বড় সুখবর। আইপিএল নাইনে ফর্মে ফেরা নয়, সুখবরটা এর থেকে অনেক অনেক বেশি বড়। বাবা হলেন জামাইকার জাম্বো ম্যান গেইল। এমনিতে গেইল মানেই একেবারে বিন্দাস জীবনযাপন। পার্টি,মদ,মাস্তি। গেইলকে নিয়ে এসব খবর খুব বেশি হয়। সেই গেইল এবার বাবা হচ্ছেন।
বাবা হওয়ার খবর শুনে জামাইকায় উড়ে গেলেন আরসিবি অলরাউন্ডার। এই কারণে আইপিএলে আরসিবি-র আগামী দুটি ম্যাচে খেলতে পারবেন না গেইল। আগামিকাল, মুম্বই ইন্ডিয়ন্স ও শুক্রবার রাইজিং পুণে সুপারজায়েন্টসের বিরুদ্ধে খেলতে পারছেন না আরসিবি-র তারকা এই ওপেনার-অলরাউন্ডার। ২৫শে এপ্রিল সোমবার দেশে ফিরছেন গেইল।
মুখে না বললেও গেইলের ফর্ম নিয়ে চিন্তায় আরসিবি। তবে দেশ থেকে ফিরে তিনি আবার ফর্ম ফিরে পাবেন এটা নিয়েই আশায় আরসিবি শিবির।