নিউজ ডেস্কঃ আইপিএলে ম্যাচ চলাকালীন ভারতের উত্তর প্রদেশ থেকে বেটিংয়ের (জুয়া) অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রবি কুমার, গবীন্দ, প্রদীপ কুমার, অরুন কুমার, বিক্রম ও মোনু রাঘব।
স্থানীয় পুলিশ জানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে ও তদন্ত চলছে। পুলিশ আরও জানায়, গ্রেফতারের সময় সেখান থেকে একটি টিভি, চারটি মোবাইল ফোন ও দুই হাজার ভারতীয় রুপি জব্দ করা হয়।
বেটিংয়ের অভিযোগ এবারই প্রথম কাউকে গ্রেফতার করা হয়নি। এর আগে ভারতের লোধা কমিটি সাবেক বিসিসিআইয়ের চেয়ায়ম্যান এন শ্রীনিবাসনের জামাতা ও চেন্নাই সুপার কিংসের কর্মকর্তা গুরুনাথ মায়াপন্নের সঙ্গে রাজস্থান রয়েলসের মালিক রাজ কুন্দ্রাকে বহিষ্কার করেছিল।
পাশাপাশি দুই বছরের জন্য আইপিএল থেকে বহিষ্কার হয় চেন্নাই ও রাজস্থান ফ্রাঞ্চাইজি। আর এই দুই দল বাদ যাওয়ার ফলে এবারের আইপিএল আসরে গুজরাট লায়ন্স ও রাইজিং পুনে সুপারজায়ান্টস নতুন দল হিসেবে নাম লেখায়।