News71.com
 Sports
 22 Apr 16, 11:01 AM
 975           
 0
 22 Apr 16, 11:01 AM

বিশ্ব কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধি। সাত বছরের কাশ্মীরি কন্যা তাজমুল ইসলাম ।।

বিশ্ব কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধি। সাত বছরের কাশ্মীরি কন্যা তাজমুল ইসলাম ।।

স্পোর্টস ডেস্ক : মাত্র ৭ বছর বয়স। মানুষটা অনেক ছোট ।কিন্তু তার ছোট্ট শরিরে লুকিয়ে রয়েছে অদম্য জেদ আর অফুরন্ত আত্মবিশ্বাস। বিশ্ব কিকবক্সিং প্রতিযোগিতায় ভারতের  প্রতিনিধিত্ব করার ডাক পেয়েছে কাশ্মীরের প্রত্যন্ত গ্রামের মেয়ে তাজামুল ইসলাম।

ইতিমধ্যে ভারতের মার্শাল আর্ট জগতে এর মধ্যেই রীতিমতো চেনা নাম তাজামুল। কাশ্মীরের বান্দিপোরা জেলার অখ্যাত গ্রামে এক নির্মাণ সংস্থায় গাড়িচালক হিসেবে কাজ করেন তাজামুলের বাবা গুলাম মহম্মদ লোন। অভাবের সংসার সামলে তাজামুল আর তার দুই ভাই ও দুই বোনকে মার্শাল আর্টের তালিম দিতে স্থানীয় প্রশিক্ষণ শিবিরে পাঠিয়েছেন।

শিবিরের প্রশিক্ষক ফয়জল আলি দার তাজামুল সম্পর্কে উচ্ছ্বসিত। তিনি বলেছিলেন , 'আমি দূর থেকে তাজমুলকে দেখে ওর প্রতিভা বুঝেছিলাম। খেলার নিয়মকানুন তখনও ও রপ্ত করতে পারেনি, কিন্তু প্রচণ্ড ক্ষিপ্র গতি ওর জাত চিনিয়ে দিয়েছিল। ওর আত্রমণাত্মক আচরণ দেখে সম্ভাবনা আন্দাজ করেছিলাম।'

কনিষ্ঠতম প্রতিযোগী হিসেবে জম্মু ও কাশ্মীর উশু চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে গত মাসে হরিদ্বারে জাতীয় উশু প্রতিযোগীতার জন্য কোয়ালিফাই করে তাজামুল। প্রসঙ্গত, ২০১৫ সালে দিল্লিতে জাতীয় কিকবক্সিং প্রতিযোগিতায় সে সোনা জিতেছিল। জম্মু ও কাশ্মীর থেকে সে-ই প্রথম এই প্রতিযোগিতায় সেরার সম্মান পায়।

প্রশিক্ষক দার বলেছেন, 'এত অল্প বয়েসে তাজামুল চূড়ান্ত বীরত্বের প্রমাণ দিয়েছে। তবে এই সাফল্যের পিছনে ওর বাবা-মায়ের চেষ্টা, গুডউইল স্কুলের শিক্ষকদের সহযোগিতা এবং সর্বোপরি জাতীয় কিকবক্সিং ফেডারেশনের ভাইস-প্রেসিডেন্ট গুলাম নবি তান্ত্রের অনুপ্রেরণা রয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যাপারে কিছু প্রাথমিক সমস্যা থাকলেও মূলত তাঁর সাহায্যেই সমাধান হয়।'

তান্ত্রে বলেছেন , 'দিল্লিতে সোনা জেতার পর ওর মধ্যে আশ্চর্য রকম আলাদা এমন কিছু দেখতে পেয়েছিলাম যে তখনই ঠেক করে ফেলি, আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় ওর অংশগ্রহণের পথে যে কোনও বাধা সরিয়ে ফেলতে হবে। আমার বিশ্বাস, বিশ্ব কিকবক্সিং প্রতিযোগিতায় ও নতুন মাইলফলক স্থাপন করবে।'

খুদে তাজামুল যে বিশ্বকে চমকে দিক, সে বিষয়ে আমরাও আশাবাদী। আসুন ওর সাফল্যের জন্য সকলে শুভকামনা করি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন