স্পোর্টস ডেস্কঃ আইপিএলও মুস্তাফিজ শো চলছে। ভারতেকে মাতিয়ে ছাড়ছেন বাংলাদেশের মুস্তাফিজ। ক্রিকেট বিশ্ব অবাক হয়ে দেখছে ২০ বছরের বাংলাদেশী এই বিস্ময় বালককে ।
পাঞ্জাবের বিপক্ষে আজকের ম্যাচে অন্য বোলাররা যখন রান দিতে ব্যস্ত তখন মুস্তাফিজ ৩ ওভার বল করে ১৫ বল ডট দিয়ে ১ উইকেট নিয়ে রান দিয়েছে মাত্র ৩ ! যা আর আগে কখনও ইতিহাসে ঘটেনি ।
সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ম্যাক্সেলও আউট হলেন মুস্তাফিজের ক্যাচে। বল করেছিলেন হ্যানরিকস্। মেডেন ওভারের পর পরই মুস্তাফিজের বড় এক সাফল্য ফিল্ডিংয়ে ।