নিউজ ডেস্কঃ আইপিএলের দল রাইজিং পুনে সুপারজায়ান্টসের খারাপ খবরই শুনতে হলো। ইনজুরির কারণে এ মৌসুমে আর খেলা হচ্ছে না এ ইংল্যান্ড সাবেক ব্যাটসম্যান পিটারসেনের।
গত শুক্রবার রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ব্যাট করতে নেমে গোড়ালির ইনজুরিতে পড়েন তিনি। পরে নিজের ইন্সটগ্রামে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার খবর জানান পিটারসেন।
ম্যাচে পিটারসেন তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে মাত্র এক বল খেলেই ইনজুরিতে পড়েন। পরে রিটার্ডহার্ট হয়ে মাঠ থেকে বেরিয়ে যান তিনি। ম্যাচটিতে শেষ পর্যন্ত পুনে ১৩ রানে হার মানে।
এ মৌসুমে ডানহাতি ব্যাটসম্যান পিটারসেন চার ম্যাচ খেলে ১১৯.৬৭ স্ট্রাইক রেটে ও ৩৬.৫০ গড়ে ৭৩ রান করেছেন।পুনে নিজেদের চার ম্যাচের তিনটিতে হেরেছে। আর পয়েন্ট টেবিলে মাহেন্দ্র সিং ধোনির দলের বর্তমানে অবস্থা আট দলের মধ্যে সাতে।