News71.com
 Sports
 25 Apr 16, 02:48 AM
 1105           
 0
 25 Apr 16, 02:48 AM

শর্মা-পান্ডের বিনিময়ে মুস্তাফিজকে চায় ভারত।।

শর্মা-পান্ডের বিনিময়ে মুস্তাফিজকে চায় ভারত।।

 

স্পোর্টস ডেস্ক: চলছে টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে জমজমাট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নবম আসর। আইপিএলে প্রথমবারের মতো মাঠ কাঁপাচ্ছে বাংলাদেশের বিস্ময় বালক কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

ভাষা নিয়ে সমস্যা থাকলেও সবাইকে নিজের মুগ্ধ দর্শকে পরিণত করেছেন মুস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে পাঁচ ম্যাচে সাত উইকেট নেয়া মুস্তাফিজ এখন যেন ভারতেরই ‘টক অব দ্য টাউন’।

তাই সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের কাছে একটা আবদার করে বসলো ভারতীয় সমর্থকরা। তারা চায়, মুস্তাফিজ খেলুক ভারতীয় দলের হয়ে। তার বদলে ভারতীয় ক্রিকেট দলের ইশান্ত শর্মা ও হার্দিক পান্ডিয়াকে দিতে রাজি আছে তারা। বলছে, ‘মুস্তাফিজ দাও, শর্মা-পান্ডে নাও!’

অবশ্য এর একটা উচিৎ জবাব দিয়েছেন বাংলাদেশি সমর্থকরা। ফেসবুকে তারা এবার চেয়ে বসলো বিরাট কোহলিকে। এর পরিবর্তে মোহাম্মদ মিথুন ও শুভাগত হোমকে দিতে রাজি আছে তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন