News71.com
 Sports
 26 Apr 16, 01:06 AM
 952           
 0
 26 Apr 16, 01:06 AM

জাপান অলিম্পিক গেমসের লোগো উন্মোচন ।।

জাপান অলিম্পিক গেমসের লোগো উন্মোচন ।।

 

স্পোর্টস ডেস্কঃ ব্রাজিলের পর বিশ্ব ক্রীড়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ২০২০ অলিম্পিক গেমসের আয়োজক দেশ জাপান। জাপানের রাজধানী টোকিওতে উন্মোচন করা হলো অলিম্পিক গেমসের লোগো। 

টোকিও অলিম্পিক গেমসের লোগো কেমন হবে এ নিয়ে নকশা আহ্বান করলে ১৪ হাজার ছয়শ নিরানব্বইটি ডিজাইন জমা পড়ে। সেখান থেকে `হারমোনাইসড চেকারড এমব্লেম` নামের নকশাটি পছন্দ করেন কমিটির সদস্যরা। নকশাটি কমিটির ২১ সদস্যের মধ্যে ১৩টি ভোট পেয়ে নির্বাচিত হয়।

এদিকে, নকশা কমিটির প্রধান রেয়হেই মিয়াতা বলেন, চূড়ান্ত করা এই নকশাটি সবার ভালো লাগবে। এবং আমার বিশ্বাস জাপনবাসী ২০২০ সাল পর্যন্ত এর পক্ষে সমর্থন দিয়ে যাবেন।

মিয়াতা আরও বলেন, এই নকশাটির জন্য আমরা সাত মাস ধরে পরিশ্রম করেছি। শেষ পর্যন্ত যেটা চূড়ান্ত করা হয়েছে আশা করি এটা সবার ভালো লাগবে। আমার বিশ্বাস এই লোগোটি সবাই ভালোবাসবে এবং গেমসের আগ পর্যন্ত তার সমর্থন করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন