News71.com
 Sports
 27 Jan 16, 06:46 AM
 1558           
 0
 27 Jan 16, 06:46 AM

বার্সেলোনায় ড: মুহাম্মদ ইউনুসকে উষ্ণ অভ্যর্থনা।।

বার্সেলোনায় ড: মুহাম্মদ ইউনুসকে উষ্ণ অভ্যর্থনা।।

নিউজ ডেস্ক : সর্বকালের অন্যতম সেরা ফুটবল ক্লাব বার্সেলোনায় আমন্ত্রিত অতিথি হিসেবে পরিদরশন করেন শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশি অর্থনিতীবিদ ড. মোহাম্মদ ইউনুস। গতকাল মঙ্গলবার বার্সার শহরে সোশাল বিজনেস সিটি উদ্যোগে যোগ দিতে যাওয়া ড. ইউনুসকে বার্সেলোনা ক্লাব পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়। উল্লেখ্য বার্সেলোনা সোশাল বিজনেস সিটি উদ্যোগের অন্যতম অংশীদার ছিল এফসি বার্সেলোনা ফাউন্ডেশন। তারই অংশ হিসেবে বার্সেলোনা ক্লাবে যান ড. ইউনুস।

২০০৬ সালে শান্তিতে নোবেলজয়ী এই বাংলাদেশি অর্থনিতীবিদকে উষ্ণ অভ্যর্থনা জানান বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট জর্ডি কার্দোনার ও ক্লাব পরিচালক দিদাক লি। ড. ইউনুসকে পেয়ে সম্মানিত বোধ করছেন বলে জানান ভাইস প্রেসিডেন্ট কার্দোনার। ড. ইউনুসও বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় এই স্প্যানিশ ক্লাবে আসতে পেরে আনন্দিত বলে জানান ক্লাব কর্তাদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন