News71.com
 Sports
 27 Apr 16, 11:23 AM
 963           
 0
 27 Apr 16, 11:23 AM

নতুন মোড় নিলো বাফুফে নির্বাচন ।।

নতুন মোড় নিলো বাফুফে নির্বাচন ।।

নিউজ ডেস্কঃ নতুন মোড় নিলো বাফুফে নির্বাচন। নির্বাচনের ঠিক ৩ দিন আগে কাজী সালাউদ্দিনের সম্মিলিত পরিষদে যোগ দিলেন সভাপতি পদের আরেক প্রার্থী গোলাম রব্বানী হেলাল। এদিকে, কাউন্সিলরদের সঙ্গে পূর্বনির্ধারিত প্যানেল পরিচিতি সভা, নিরাপত্তার অযুহাতে বাতিল করেছে কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন প্যানেল।

আজ বুধবার বিকেলে বাফুফে ভবনে আনুষ্ঠানিকভাবে সালাউদ্দিন পরিষদে যোগ দেয়ার ঘোষণা দেন হেলাল। বাফুফের সাবেক এই সহ-সভাপতিকে অভিনন্দন জানান কাজী সালাউদ্দিন। সম্মিলিত পরিষদে যোগ দেয়া গোলাম রব্বানী হেলালের প্রত্যাশা, নির্বাচিত হলে তৃণমূল পর্যায়ের ফুটবলে মনোযোগী হবেন সালাউদ্দিন। এদিকে, সন্ধ্যায় রাজধানীর ১টি হোটেলে কাউন্সিলরদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো সালাউদ্দিন প্যানেলের। তবে, হঠাৎই সিদ্ধান্ত আসে নিরাপত্তার কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে সেই সভা। এছাড়া বিভিন্ন মহল থেকে কাউন্সিলরদের উপর চাপ প্রয়োগের অভিযোগ তোলেন কাজী সালাউদ্দিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন