News71.com
 Sports
 28 Apr 16, 10:42 AM
 970           
 0
 28 Apr 16, 10:42 AM

ওয়াসিম আকরামের চেয়েও এগিয়ে আছেন কাটার মাস্টার মুস্তাফিজ।।

ওয়াসিম আকরামের চেয়েও এগিয়ে আছেন কাটার মাস্টার মুস্তাফিজ।।

নিউজ ডেস্ক : পাকিস্তান দলের সাবেক বোলার ওয়াসিম আকরাম ‘দ্য কিং অফ সুইং’ নামে পরিচিত ছিলেন। আর তাই তার ব্যতিক্রমী বল খেলতে হিমশিম খেতে হতো যে কোনো ব্যাটসম্যানকেই। কিন্তু ব্যাট-প্যাট তুলে ক্রিকেট থেকে অতীত হয়ে গেছেন কিংবদন্তী এই ক্রিকেটার। আর এদিকে বর্তমান ক্রিকেট বিশ্বে কাটার দিয়ে আলো ছড়াচ্ছেন মুস্তাফিজুর রহমান। তার বোলিংয়ের ধরন বুঝতে অনেক বিখ্যাত ব্যাটসম্যানকেই হিমশিম খেতে হচ্ছে।

এবার মুস্তাফিজের প্রশংসা করলেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা বোলার ডেল স্টেইন। দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলার সম্প্রতি এক সাক্ষাৎকারে মুস্তাফিজ সম্পর্কে বলেন, ‘মুস্তাফিজের যে স্কিল রয়েছে, তা সাবেক তারকা ওয়াসিম আকরামেরও ছিল।

কিন্তু আমি বলছি না যে আকরামের মতো সুইং করাতে পারছে মুস্তাফিজ। তবে বাংলাদেশের এই বোলার যখন বল করে, তখন খুব ভালো লাগে।’

তবে একটি জায়গা ওয়াসিম আকরামের চেয়েও মুস্তাফিজকে এগিয়ে রাখলেন স্টেইন। বললেন, ‘আমরা সাধারণত ডানহাতি বোলারদের দেখেছি, যারা কিনা অফ-কাটার দিয়ে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করে থাকে। এখন দেখছি, বাঁহাতি বোলার মুস্তাফিজ কাটার ও পেসের মিশ্রণ ঘটিয়ে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করছে। এর আগে আমি কাউকে এমনটা করতে দেখিনি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন