স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল'র চলমান ৯ম আসরে আজ ১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ২৪তম এ ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।
এদিকে, গতকাল রাতে দিল্লি ডেয়ারডেভিলসকে ১ রানে হারিয়েছে গুজরাট লায়ন্স। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭২ রান তুলে গুজরাট। জয়ের জন্য ১৭৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭১ রান তুলতে সক্ষম হয় দিল্লি।