News71.com
 Sports
 28 Apr 16, 11:47 AM
 923           
 0
 28 Apr 16, 11:47 AM

বায়ার্ন যুদ্ধে জয়ী অ্যাতলেটিকো মাদ্রিদ ।।

বায়ার্ন যুদ্ধে জয়ী অ্যাতলেটিকো মাদ্রিদ ।।

 

স্পোর্টস ডেস্কঃ বায়ার্ন যুদ্ধে শেষ পর্যন্ত অ্যাতলেটিকো মাদ্রিদই জয়ী হল। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে তারা ১-০ ব্যবধানে বায়ার্ন মিউনিখককে হারিয়েছে। লীগের প্রথম এই জয়ে নিশ্চিতভাবেই এগিয়ে থাকল দিয়েগো সিমিওনের শিষ্যরা। গতরাতে ঘরের মাঠে ১১ মিনিটে সোল ম্যারাডোনা এসকিউয়ের দুর্দান্ত গোলে এগিয়ে যায় অ্যাতলেটিকো। শেষ পর্যন্ত তুমুল লড়াই হলেও সে গোল আর পরিশোধ করতে পারেনি পেপ গুয়ারডিওলার শিষ্যরা।

এখন দেখতে হবে আগামী সপ্তাহে ঘরের মাঠ মিউনিখের অ্যালিজ অ্যারেনায় দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে পারেন কি না বায়ার্ন। এর আগে গত মঙ্গলবার রাতে প্রথম সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটির সঙ্গে গোলশূন্য ড্র করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন