News71.com
 Sports
 28 Apr 16, 03:01 AM
 961           
 0
 28 Apr 16, 03:01 AM

নিউজিল্যান্ড ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক হলেন কেইন উইলিয়ামসন  ।।

নিউজিল্যান্ড ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক হলেন কেইন উইলিয়ামসন  ।।

 

স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ড জাতীয় টেস্ট ক্রিকেট দলের নেতৃত্বের দায়িত্ব পেলেন ডানহানি ব্যাটসম্যান কেইন উইলিয়ামসন।  ব্রান্ডন ম্যাককালামের স্থলাভিষিক্ত হিসেবে আজ তার নাম ঘোষণা করে দেশটির ক্রিকেট বোর্ড। কেইন হচ্ছেন কিউইদের ২৯তম টেস্ট অধিনায়ক।

২৫ বছর বয়সী কেইন ভারতে চলতি বছর অনুষ্ঠিত ষষ্ঠ আইসিসি টি-২০ বিশ্বকাপে কিউইদের নেতৃত্ব দিয়েছেন। এছাড়া একদিনের ক্রিকেটে ৩৬টি ম্যাচে জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে জয় পেয়েছেন ২০টি ম্যাচে। বর্তমানে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল'র দল সানরাইজার্স হায়দারাবাদের হয়ে খেলছেন।

কেইনকে টেস্ট অধিনায়ক করা প্রসঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, 'কেইন দীর্ঘদিন ধরেই দলের ভেতরে নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন ও  যোগ্য অধিনায়ক হওয়ার জন্য নিজেকে ইতোমধ্যে প্রদর্শন করেছেন।

উল্লেখ্য, কেইন এখন পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে ৪৮টি টেস্ট ম্যাচ খেলেছেন। ৪৩.২৯ গড়ে মোট ৪০৩৭ রান করেছেন। টেস্টে এখন পর্যন্ত তার সেঞ্চুরি ১৩টি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন