সোহাগ সরকার : বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজকে নিয়ে উচ্ছ্বাস কাটছেই না। এবার তাঁর প্রশংসায় অস্ট্রেলিয়ান পেসার ডার্ক ন্যানেস। তাঁর মতে কোনও পরিকল্পনাই মু্স্তাফিজের জন্য যথেষ্ট নয়। কোনও পরিকল্পনা করে তাঁকে যে আটকানো যাবে না সেটাও বুঝে গিয়েছেন অনেক ব্যাটসম্যানই।
ন্যানেস বলেন, ''এখনও পর্যন্ত মুস্তাফিজুরের বল কেউই রিড করতে পারেনি। যেভাবে অ্যাকশন পরিবর্তন না করে বলের গতি বদলে ফেলতে পারে ও সেটাই সবাইকে ধন্দে ফেলে দেয়। যেটা অনবদ্য।'' এবারের আইপিএল-এ ১৫ ওভার বল করেছেন মুস্তাফিজ। ওভারপ্রতি সব থেকে কম রান দিয়েছেন তিনিই।
ন্যানেস মুস্তাফিজের প্রশংসা করে বলেন, ''কতদিন এই একই ছন্দে, একই গতিতে বল করে যেতে পারবে ও জানি না। তবে আমার বিশ্বাস অনেকদিন ক্রিকেট মাঠ দাঁপানোর জন্যই এসেছে মুস্তাফিজ। ও আসলে অন্য প্রতিভা।''