নিউজ ডেস্কঃ ভারতীয় ব্যাটিং তারকা যবরাজ সিং। শৈশবে ক্রিকেটার বাবার তত্ত্বাবধানে বেড়ে ওঠা। টি-টোয়েন্টিতে ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে বিশ্বকাপের বাইশ গজে ইতিহাস তৈরি। এরপরই মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে ক্রিকেট থেকে দূরে সরে যাওয়া। অবশেষে বীরদর্পে প্রত্যাবর্তন। সুপারহিট বলিউড ছবি তৈরির সব রসদই রয়েছে তাঁর জীবনে ।
মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার ও আজহারউদ্দিনের বায়োপিক নিয়ে ইতিমধ্যেই হিড়িক পড়ে গেছে। প্রিয় ভারতীয় তারকাদের জীবনকাহিনি দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। ছবিগুলোর মুক্তির এখনও ঢের দেরি। তার অনেক আগে তিনটি ছবিরই ট্রেলার সুপারহিট। এর মধ্যে আবার শচীনের বায়োপিকে দেখা মিলবে স্বয়ং মাস্টার ব্লাস্টারের। এবার কি তব...