News71.com
 Sports
 01 May 16, 12:36 PM
 971           
 0
 01 May 16, 12:36 PM

তাজিকিস্তানদের হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা ।।

তাজিকিস্তানদের হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা ।।

স্পোর্টস ডেস্কঃ তাজিকিস্তানের মেয়েদের ৯-১ গোলে উড়িয়ে দিয়ে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক প্রতিযোগিতার ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দলের মেয়েরা। এ নিয়ে টানা দ্বিতীয়বার এই প্রতিযোগিতার ফাইনালে উঠল বাংলাদেশ।

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। গ্রুপ পর্বে ভারতকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

গতকাল  তাজিকিস্তানের দুশানবের অ্যাভিয়েটার স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ৫-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে আরও ৪টি গোল করে সফরকারীরা।

বাংলাদেশের হয়ে মনিকা ও তহুরা হ্যাটট্রিক করেছেন। আর ২টি গোল করেছেন আনুচিং, একটি আঁখি খাতুন।

খেলার ৬ মিনিটেই  তহুরার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৯ মিনিটে দ্বিতীয় গোলটি আসে আনুচিংয়ের পা থেকে। ১২ মিনিটে তহুরা ও ১৬ মিনিটে মনিকার গোলে ৪-০ করে ফেলে বাংলাদেশের কিশোরীরা।

খেলার ৪৪ ও ৫৫ মিনিটে দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করে মনিকা। ৬১ মিনিটে আঁখির গোলের পর তহুরাও হ্যাটট্রিক করেন ৭১ মিনিটে। তাজিকিস্তানের পক্ষে সান্ত্বনাসূচক গোলটি করেছে আবদুল্লাহ নিলোফার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন