News71.com
 Sports
 03 May 16, 02:52 AM
 1022           
 0
 03 May 16, 02:52 AM

এবার মুরালিধরনের মুখে মুস্তাফিজের জয় জয়কর ।।

এবার মুরালিধরনের মুখে মুস্তাফিজের জয় জয়কর ।।

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে প্রশংসার বাণী এখনও চলছে। এবার এই তালিকায় যোগ দিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার ও মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দ্রবাদের মেন্টর মুত্তিয়া মুরালিধরন।

মুরালিধরন বলেন, বোলিংয়ে মুস্তাফিজ একটা বিপ্লব সৃষ্টি করেছে। এটা শুধু বাংলাদেশ নয়, আইপিএলের চলতি সেশনেও। তাকে যথাযথ যত্ন নিতে পারলেও দীর্ঘদিন তিনি ক্রিকেটে রাজত্ব করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকারে, আইপিএলের চলতি আসরে হায়দ্রবাদকে সেরা বোলিং অ্যাটাকিং দল দাবি করে কিংবদন্তি এই স্পিনার বলেন, আমাদের দলে আশিষ নেহেরা, মুস্তাফিজুর রহমান ও ভূবেনেশ্বর কুমারের মতো তারকা বোলার আছে। এই বোলিং শক্তি নিয়েই আমরা প্রতিপক্ষকে ঘায়েল করবো। আশা করি আমরা নক আউট পর্বে পৌঁছে যাব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন