News71.com
 Sports
 04 May 16, 09:15 AM
 1039           
 0
 04 May 16, 09:15 AM

ক্রিকেট তারকা কোহলিকে ২৪ লাখ রুপি জরিমানা

ক্রিকেট তারকা কোহলিকে ২৪ লাখ রুপি জরিমানা

 

স্পোর্টস ডেস্কঃ আইপিএলে স্লো ওভার বা ধীরগতির বোলিংয়ের কারণে বড় ধরনের জরিমানা গুণতে হচ্ছে বিরাট কোহলিকে। ১ বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ এ কথা জানায়।

বিবৃতিতে বলা হয় সোমবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যে কারণে কোহলিকে ২৪ লাখ ভারতীয় রুপি জরিমানা দিতে হবে। এ ছাড়া দলের বাকি সদস্যদের প্রত্যেককে ৬ লাখ রুপি বা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে ।

আইপিএল কর্তৃপক্ষ আরও জানিয়েছে যেহেতু এ মৌসুমে এটা তার ২য় অপরাধ, তাই আইপিএলের আচরণবিধি অনুযায়ী সর্বনিম্ন ওভার রেটের অপরাধের বিবেচনায় কোহলির জরিমানা দ্বিগুণ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন