স্পোর্টস ডেস্ক : নানা ঘটনার পর অবশেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিদেশি কোচ নিয়োগ দিল। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার মিকি আর্থারকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে বলে আজ শুক্রবার দেশটির ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে। টেলিফোনে আর্থারের সঙ্গে আলাপ করে প্রধান কোচের ব্যাপারে নিশ্চিত হয় পিসিবি। পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন ডিন জোন্স, অ্যান্ডি মোলসরা।
এর আগে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার স্টুয়ার্ট ল পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচের পদে আবেদন করলেও পরে তা প্রত্যাখান করেন। তারও আগে ইংল্যান্ডের কোচ পিটার মুরস পিবিসির দেওয়া কোচের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান জানিয়েছিলেন, স্টুয়ার্ট ল প্রধান কোচের জন্য আবেদন করলেও পরে জানান, তিনি কোচের পদে আসতে চান না। তিনি দলের পরামর্শক হিসেবে নিয়োগ পেতে চান। আমাদের পরবর্তী বোর্ড মিটিংটি খুব শিগগিরই লাহোরে অনুষ্ঠিত হবে। সেখানেই স্টুয়ার্ট ল’র ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব।