স্পোর্টস ডেস্ক: ক্রিস গেইল মানেই ব্যাটিং ঝড়। অথচ, আইপিএল চলমান আসরে রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে মূল একাদশে ঠাঁই পাননি এই ক্যারিবিয়ান ব্যাটিং দানব। তবে দলের অধিনায়ক বিরাট কোহলি জানালেন, বিশ্রামে নয়, ওই ম্যাচে মূল একাদশ থেকে বাদ দেওয়া হয় গেইলকে।
এক সংবাদ সম্মেলন গেইল প্রসঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর অধিনায়ক কোহলি বলেন,''গেইলকে বিশ্রাম দেওয়া হয়নি। আমরা তার জায়গায় ট্রাভিস হেডকে নিয়েছি। আমাদের মিডলঅর্ডার আরও শক্তিশালী করার প্রয়োজন ছিলো। ট্রাভিস ভালো ব্যাটিংয়ের সঙ্গে বোলিংটাও দারুণ করেন। আমি আর রাহুল ওপেনিংয়ে ভালো করছি।’'
চলতি আসরের এখন পর্যন্ত সুবিধা করতে পারেননি গেইল। আরসিবির হয়ে এখন পর্যন্ত তিন ম্যাচে ব্যাট হাতে নেমে রান করেছেন যথাক্রমে ৭, ০ এবং ১। এই মুহূর্তে আট ম্যাচের তিনটিতে জয় নিয়ে আট দলের মধ্যে সাত নম্বরে অবস্থান করছে বিরাট কোহলির দল।