স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ আবারো বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব নির্বাচিত। গতকাল মার্কিন সাময়িকী ফোর্বসের প্রকাশিত তালিকায় দেখা যায় ৩৬৫ কোটি ডলার নিয়ে তালিকার শীর্ষেই অবস্থান করছে রিয়াল, বাংলাদেশি টাকায় যার মূল্য ২৮ হাজার কোটি টাকারও বেশি।
এরপরেই রয়েছে আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তাদের মূল্য ৩৫৫ কোটি ডলার অর্থাৎ রিয়ালের চেয়ে একশ মিলিয়ন কম।
ফুটবল ক্লাবগুলোর মধ্যে এবারও শীর্ষে থাকলেও সব ক্রীড়া দলের হিসেবে তিন বছর পর শীর্ষস্থান হারাল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ ১০টি শিরোপা জেতা রিয়াল। ৪০০ কোটি ডলার সম্পদমূল্য নিয়ে শীর্ষে উঠে গেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) দল ডালাস কাউবয়েস।
এর পরেই আছে ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড (৩৩২ কোটি ডলার)। ফুটবল ক্লাবগুলোর মধ্যে শীর্ষ দশে রিয়াল, বার্সেলোনা ও ইউনাইডেটের পরে আছে জার্মানির বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ (২৬৮ কোটি ডলার), ইংলিশ ক্লাব আর্সেনাল (২০২ কোটি ডলার) ম্যানচেস্টার সিটি (১৯২ কোটি ডলার), চেলসি (১৬৬ কোটি ডলার), লিভারপুল (১৫৫ কোটি ডলার), ইতালিয়ান জায়ান্ট জুভেন্টস (১৩০ কোটি ডলার) ও ইংলি ক্লাব টটেনহ্যাম হটস্পার (১০২ কোটি ডলার)।