News71.com
 Sports
 14 May 16, 02:51 PM
 875           
 0
 14 May 16, 02:51 PM

মাশরাফি ঝড়ে বিধ্বস্ত ধানমন্ডি ক্লাব....

মাশরাফি ঝড়ে বিধ্বস্ত ধানমন্ডি ক্লাব....

স্পোর্টস ডেস্কঃ মাশরাফিকে বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে গণ্য করা হয়। তিনি কোন অলরাউন্ডার হিসেবে মাঠে খেলেন না। ব্যাটিং তার মূল কাজ না হলেও মাঝে মাঝে তার ব্যাটিং তাণ্ডবে দিশেহারা হয়ে যায় প্রতিপক্ষ দল। বল হাতে তো রীতিমত নাস্তানাবুদ করেন তিনি। কিন্তু যখন ব্যাটিং-এ জ্বলে উঠেন, তখন মাশরাফি কি করতে পারেন!

ফতুল্লায় খান সাহেব ওসমান স্টেডিয়ামে মাশরাফির-ঝড়ে রীতিমতো দিশেহারা শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মাত্র ৫০ বলে মাশরাফির বিধ্বংসী সেঞ্চুরিতে শেখ জামালের বিপক্ষে ৩১৬ রানের পাহাড় গড়ল কলাবাগান ক্রীড়াচক্র। এটি লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ব্যাটিং অর্ডারে নিজেকে আজ ৬ নম্বরে তুলে এনেছিলেন মাশরাফি। মাঠে নেমেই যেন নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টায় মেতে উঠলেন। মাত্র ৫১ বলে তাঁর ১০৪ রানের ইনিংসে ছক্কাই ১১টা! বাউন্ডারি মাত্র ২টি।

প্রথম ৫০ রান এসেছিল ৩৫ বলে। কিন্তু সেখানেই থামলেন না কলাবাগান অধিনায়ক। মাত্র ১৫ বলে পরের ৫০ রান তুলে নিয়ে নিজের প্রথম লিস্ট ‘এ’ সেঞ্চুরিতে পৌঁছে যান মাশরাফি। ফিফটি পর মুকতার আলীর করা ৪৬তম ওভারে হাকিয়েছিলেন ৩টি ছক্কা। এরপর ওয়াহিদের ৪৮তম ওভারে হাকান ৪টি ছক্কা।

মাশরাফির ৫১ বলে ১০৪ রানের ইনিংসের পাশাপাশি জসিমউদ্দিনের ৬৪ আর জিম্বাবুইয়ান তারকা হ্যামিল্টন মাসাকাদজার ৪৫ রানের ইনিংসও কলাবাগান দলের ৩১৬ রানের সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উল্লেখ্য, এবারের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলে বল হাতেও ১১ উইকেট পেয়েছেন মাশরাফি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন