News71.com
 Sports
 14 May 16, 03:06 PM
 1082           
 0
 14 May 16, 03:06 PM

সতীর্থ ক্রিকেটারের স্ত্রীকে ভাগিয়ে বিবাহ করেছেন যেসকল ক্রিকেটার!!

সতীর্থ ক্রিকেটারের স্ত্রীকে ভাগিয়ে বিবাহ করেছেন যেসকল ক্রিকেটার!!

স্পোর্টস ডেস্ক: একইভাবে দুটি ঘটনা ঘটেছে। দুই ক্রিকেটার ভাগিয়ে নিয়েছেন নিজের সতীর্থ ক্রিকেটারের স্ত্রীকে। এমন ঘটনা ঘটিয়েছেন ক্রিকেট বিশ্বের দুই ওপেনার ব্যাটসম্যান। তাদের মধ্যে একজন ভারতীয় ওপেনার মুরালি বিজয়। বর্তমানে তার স্ত্রী নিকিতা ভানজেরা। ভারতীয় ব্যাটসম্যান ও উইকেট রক্ষক দীনেশ কার্তিকের স্ত্রী ছিলেন নিকিতা। দীনেশ ও মুরালী একে অপরের ঘনিষ্ঠ জন। এর সুবাধে মুরালির সঙ্গে নিকিতার সম্পর্ক তৈরি হয়। পরে কার্তিকের স্ত্রীকে বিয়ে করেন মুরালি। ছাড়াছাড়ি হয় কার্তিক-নিকিতার।

অপরজন হলেন শ্রীলঙ্কা দলের ওপেনিং ব্যাটসম্যান উপল থারাঙ্গা। দিলশানের স্ত্রী নীলঙ্কাকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন তিনি। থারাঙ্গার সাথে গোপন প্রেমের বিষয় জানার পর তোলপাড় শুরু হয় শ্রীলঙ্কায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন