News71.com
 Sports
 15 May 16, 10:36 PM
 1001           
 0
 15 May 16, 10:36 PM

জাবি আন্তঃবিভাগ ক্রিকেটে অর্থনীতি বিভাগ চ্যাম্পিয়ন.....

জাবি আন্তঃবিভাগ ক্রিকেটে অর্থনীতি বিভাগ চ্যাম্পিয়ন.....

নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে অর্থনীতি বিভাগ। আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে প্রত্মতত্ত্ব বিভাগকে ১৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অর্থনীতি বিভাগ। নির্ধারিত ২০ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৭০ রান। অর্থনীতি বিভাগের নোমান দলীয় সর্বোচ্চ ৬৯ রান করেন। জবাবে প্রত্মতত্ত্ব বিভাগ ৮ ইউকেট হারিয়ে ১৫৭ রান করে।

চার ওভারে ১৪ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হন অর্থনীতি বিভাগের ইদ্রিস আলী। ম্যান অব দ্যা সিরিজ হন অর্থনীতি বিভাগের অধিনায়ক রাসেল।

খেলা শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অন্যদের মধ্যে প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান, শারীরিক শিক্ষা অফিসের পরিচালক মো. সিফাতুল্লাহ, সহকারী প্রক্টর জুলকার নাইন, অর্থনীতি বিভাগের শিক্ষক আমীন মাসুদ আলী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন