স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের নিয়মিত দর্শনার্থী হয়ে উঠছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। ফ্যাশন সচেতন ব্রাজিলিয়ান সেনসেশন একটি ব্র্যান্ডের শোরুম উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে লন্ডনে উড়াল দেন।
‘Replay’ নামক ব্র্যান্ডের নতুন শোরুমে এক খুদে ভক্তের সঙ্গে ক্যামেরাবন্দি হন নেইমার। যার পরনে ছিল বার্সেলোনার জাসি, মাথায় ক্যাপ ও হাতে ফুটবল। খুদে এই ভক্তকে ডানহাত দিয়ে জড়িয়ে ধরে বেশ হাস্যোজ্জ্বল ভঙ্গিতে পোজ দেন নেইমার।
নেইমার ছাড়াও ইংলিশ সংগিতশিল্পী ৠাপার প্রফেসর গ্রিন, টিভি উপস্থাপিকা লরা হোয়াইটমোর ও মডেল ডেইসি লোয়ি এই ইভেন্টে উপস্থিত ছিলেন।
গত কয়েক মাসে নাকি নিয়মিতই ইংল্যান্ডে যাচ্ছেন নেইমার। যেখানে সাম্প্রতিক সময়ে তার সম্ভাব্য ইংলিশ লিগে পাড়ি জমানোর গুঞ্জন ব্যাপক আলোচিত হয়। যদিও বার্সার পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে, খুব শিগগিরই ব্রাজিলিয়ান অধিনায়কের সঙ্গে দীর্ঘমেয়াদি নতুন চুক্তি সম্পন্ন করা হবে। তা দেখার অপেক্ষাই তো নেইমারের অগণিত ভক্ত-সমর্থক ভিড় জমাচ্ছেন।