News71.com
 Sports
 19 May 16, 12:25 PM
 884           
 0
 19 May 16, 12:25 PM

লিভারপুলকে হারিয়ে ইউরোপা লীগ চ্যাম্পিয়ন সেভিয়া।।

লিভারপুলকে হারিয়ে ইউরোপা লীগ চ্যাম্পিয়ন সেভিয়া।।

স্পোর্টস ডেস্কঃ ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ ক্লাব লড়াই ইউরোপা লিগকে যেন নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে স্প্যানিশ ক্লাব সেভিয়া। গতকাল বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারেরমত ইউরোপা লিগের শিরোপা জিতে নিল স্প্যানিশ ক্লাবটি। সে সঙ্গে লা লিগায় সপ্তম হওয়া সত্ত্বেও আগামী চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সরাসরি খেলার সুযোগ পেয়ে গেলো তারা।


সুইজারল্যান্ডের বাসেলে গতকাল বুধবার রাতে ১১ বছরের ইউরোপিয়ান শিরোপা খরা ঘোচাতে সেভিয়ার মুখোমুখি হয়েছিল লিভারপুল। কোচ ইউর্গেন ক্লুপের অধীনে শিরোপাটা নিশ্চিতই ধরে নিয়েছিল যেন তারা। কিন্তু স্প্যানিশ তারকা কোকের জোড়া গোলের কারণে সেভিয়ার টানা জয়ের পথে আর বাধা হয়ে দাঁড়াতে পারেনি অলরেডরা।


প্রথমার্ধে ড্যানিয়েল স্টারিজের গোলে শিরোপা জয়ের আশা জাগিয়েছিলো লিভারপুল। কিন্তু দ্বিতীয়ার্ধে এসেই দাবার ছক উল্টে দিলো সেভিয়া। কেভিন গ্যামেইরোর গোলে সমতায় ফেরে স্প্যানিশরা। এরপর কোকের জোড়া গোল। স্বপ্ন চুরমার হয়ে গেলো লিভারপুলের।


খেলার ৩৫ মিনিটে ফিলিপ কৌতিনহোর পাস থেকে দুর্দান্ত গোলটি করেন ড্যানিয়েল স্টারিজ। ১-০ গোলে এগিয়ে থেকেই মধ্য বিরতিতে যায় লিভারপুল। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই অল রেডডের সর্বনাশটা করেন কেভিন গ্যামেইরো। মারিয়ানোর কাছ থেকে বল পেয়ে বাম পায়ের শটে লিভারপুলের জালে বল জড়ান তিনি।


এরপর বাকি শো’টা দেখালেন ইউরো চ্যাম্পিয়শিপে স্পেন দলে সুযোগ পাওয়া স্ট্রাইকার কোকে। ভিসেন্তে দেল বস্ক কেন তার ওপর আস্থা রাখলেন, সেটা দেখিয়ে দিলেন তিনি। ৬৪ মিনিটে করলেন নিজের প্রথম গোল। ভিতোলোর পাস থেকে বল পেয়ে ডান পায়ের শটে লিভারপুলের জালে বল জড়ান তিনি। ২-১ ব্যবধানে এগিয়ে যায় সেভিয়া।


এরপর ৭০ মিনিটে আবারও গোল। এবারও গোলদাতা কোকে। ডান পায়ের দুর্দান্ত এক শটে লিভারপুলের জাল কাঁপিয়ে দেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন