News71.com
 Sports
 19 May 16, 07:22 PM
 925           
 0
 19 May 16, 07:22 PM

ক্রিস্টিয়ানো রোনালদোর ১২ বছরের রেকর্ড ভঙ্গ করেছেন সানচেজ।।

ক্রিস্টিয়ানো রোনালদোর ১২ বছরের রেকর্ড ভঙ্গ করেছেন সানচেজ।।

নিউজ ডেস্কঃ ক্রিস্টিয়ানো রোনালদোর ১২ বছরের রেকর্ড ভেঙে দিলেন রেনাতো সানচেজ। পর্তুগালের কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে বড় কোনো টুর্নামেন্টের দলে ডাক পেয়ে এমন কীর্তি অর্জন করেছেন উদীয়মান এ খেলোয়ার। ফ্রান্সে অনুষ্ঠিত ২০১৬ ইউরো সামনে রেখে ইতোমধ্যেই সানচেজকে রেখে স্কোয়াড ঘোষণা করেছেন দলের কোচ ফার্নান্দো সান্তোস।

পর্তুগালের জার্সি গায়ে এখন পর্যন্ত দুটি আন্তর্জাতিক ম্যাচ (বুলগেরিয়া বনাম বেলজিয়াম) খেলেছেন সানচেজ। চলতি বছরের মার্চে বুলগেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে তার জাতীয় দলে অভিষেক ঘটে। গত বছরের অক্টোবরে বেনফিকার মূল দলে অভিষিক্ত হন তিনি। দলকে লিগ শিরোপা এনে দেওয়ার পেছনেও মিডফিল্ডে কার্যকরী ভূমিকা রাখেন।

১৮ বছর বয়সী সানচেজের পারফরম্যান্স ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর নজরে পড়ে। কিন্তু, বায়ার্ন মিউনিখ সানচেজকে দলে ভেড়ানোর দৌড়ে জয়ী হয়। গত ১০ মে ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে সম্ভাবনাময় এ মিডফিল্ডারের সঙ্গে ৫ বছরের চুক্তি সম্পন্ন করে জার্মান চ্যাম্পিয়নরা। তবে তার দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত থাকলে অঙ্কটা ৮০ মিলিয়ন ইউরোয় ঠেকবে বলে জানা গিয়েছে। সানচেজের বয়স এখন ১৮ বছর দশ মাস। পর্তুগালের ফুটবল ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে জাতীয় দলের বড় কোনো ইভেন্টের দলে সুযোগ পেয়েছেন। ইউরো স্কোয়াডে ডাক পাওয়ার মধ্য দিয়েই তিনি স্বদেশী তারকা রোনালদোর রেকর্ড ভঙ্গ করেন।

পর্তুগালে অনুষ্ঠিত ২০০৪ ইউরো শুরুর পূর্বে স্বাগতিকদের স্কোয়াডে সুযোগ পেয়ে ওই সময়ের সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের পর্তুগিজ রেকর্ড গড়েছিলেন রোনালদো। সিআর সেভেনের তখন বয়স হয়েছিল মাত্র ১৯ বছর চার মাস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন