News71.com
 Sports
 20 May 16, 12:59 AM
 960           
 0
 20 May 16, 12:59 AM

আইপিএলে কেকেআরকে সহজেই হারালো গুজরাট লায়ন।।

আইপিএলে কেকেআরকে সহজেই হারালো গুজরাট লায়ন।।

স্পোর্টস ডেস্কঃ সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) সহজেই হারালো গুজরাট লায়ন্স। কলকাতার দেয়া মাত্র ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৩৯ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেন রায়না-ম্যাককালামরা।


টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তটা যে ভুল ছিল না সেটাই প্রমাণ করলো গুজরাট। এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে গুজরাট বোলারদের দাপটে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২৪ রান করতে সক্ষম হয় কলকাতা।


শুরুটা ভালোই করেছিল কলকাতা দলের। প্রথম তিন ওভারে ২৩ রান নিলেও তারপরেই শুরু ছন্দপতন। ভুল বোঝাবুঝিতে ৮ রানেই রান আউট হয়ে ফিরে যান গম্ভীর। তারপরের পুরো সময়টা জুড়েই ছিল ডুয়েন স্মিথের বোলিং কারিশমা।


একে একে উত্থাপা, পান্ডে, চাওলা এবং সাকিবকে তুলে নেন তিনি। ৬১ রানে ৫ উইকেট হারিয়ে ধুকতে থাকা কলকাতা খাদের কিনারা থেকে তোলার চেষ্টা করেন ইউসুফ পাঠান। ৩৬ রান করে কুলকারনির শিকার হলে আর বেশিদূর আগাতে পারেনি কলকাতা। শেষের দিকে যাদব ১৭ এবং হোল্ডার ১৩ রান করলে ১২৪ রানেই থামতে হয় কলকাতাকে। স্মিথ ৪ ওভার বল করে ৮ রান দিয়ে নেন ৪ উইকেট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন