News71.com
 Sports
 20 May 16, 09:43 PM
 1061           
 0
 20 May 16, 09:43 PM

আজ দিল্লির বিপক্ষে নামছে মুস্তাফিজুরের সানরাইজার্স ।।

আজ দিল্লির বিপক্ষে নামছে মুস্তাফিজুরের সানরাইজার্স ।।

 

নিউজ ডেস্কঃ প্লে অফ নিশ্চিত হয়েছে গত ম্যাচেই। আজ অবস্থানটা আরো পাকাপোক্ত করতে চাইবে সানরাইজার্স হায়দরাবাদ। তবে দিল্লির জন্য আজ মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। শেষ চারে যেতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই দিল্লির। জিততে হবে পরের ম্যাচেও। শুধু এই ২ ম্যাচ জিতলেই হবে না তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকেও ।

তবে মুস্তাফিজদের অতো চিন্তাভাবনা নেই। কারণ ১২ ম্যাচে ৮টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রেয়ছে সানরাইজার্স। রায়পুরের শহীদ বীর নারায়ন সিং ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। তবে এই ম্যাচে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ার কারণে আশিষ নেহরাকে পাচ্ছে না মুস্তাফিজরা। পাঞ্জাবের বিপক্ষে বল করতে গিয়ে ইনজুরিতে পড়েছেন ভারতীয় এই তারকা বোলার। সানরাইজার্স হায়দরাবাদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হ্যামস্ট্রিংয়ে মারাত্মক চোট পেয়েছেন এই বোলার ।

ফলে এবারের আইপিএলে আর কোনও ম্যাচেই খেলতে পারবেন না তিনি। নেহরার জায়গা দলে ফিরতে পারেন ভারতের মুস্তাফিজ খ্যাত বারিন্দর স্রান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন