স্পোর্টস ডেস্কঃ চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে অনেক সফলতাই পেয়েছেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে ম্যাচ পাতানোর অভিযোগে দলটি নিষিদ্ধ হওয়ায় ধোনির নতুন দল ছিল এবার রাইজিং পুনে সুপার জায়ান্ট । সেখানেও এক অনবদ্য ব্যাটিং নৈপুন্য দেখিয়ে আজ তার দলকে জেতালেন ধোনি।
যদিও নতুন দলের হয়ে অভিষেক আইপিএলটা সুখকর হলো না ক্যাপ্টেন কুল ধোনির। প্লে-অফ না খেলেই বিদায় নিয়েছে তারা। আজ লিগ পর্বের শেষ ম্যাচে অবশ্য ধোনি ঝলক দেখা গেছে। শেষ ওভারে তার মারাদাঙ্গা ব্যাটিংয়ে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৪ উইকেটে পরাজিত করেছে রাইজিং পুনে সুপার জায়ান্ট।আগে ব্যাট করতে নেমে পাঞ্জাব করেছিল ১৭২ রান।
জবাবে শেষ বলে ছক্কা হাঁকিয়ে পুনের জয় নিশ্চিত করেন ধোনি। ৬ উইকেটে পুনের সংগ্রহ দাঁড়ায় ১৭৩ রান। শেষ ওভারে পুনের জয়ের জন্য দরকার ছিল ২৩ রান। ৬টি বলই মোকাবেলা করেন ধোনি। হাঁকান ৩ ছক্কা ও ৪ একটি ৪ একটি রান আসে ওয়াইড থেকে।ব্যস, দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে পুনে শিবির।
খেলার সংক্ষিপ্ত স্কোর :
কিংস ইলেভেন পাঞ্জাব : ২০ ওভারে ১৭২/৭ (মুরালি ৫৯, গুরকিরাত ৫১; অশ্বিন ৪-০-৩৪-৪)।
রাইজিং পুনে সুপারজায়ান্টস : ২০ ওভারে ১৭৩/৬ (ধোনি ৬৪*, খাজা ৩০; গুরকিরাত ২-০-১৫-২)।ফল : রাইজিং পুনে ৪ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : ধোনি (রাইজিং পুনে সুপারজায়ান্টস)।