News71.com
 Sports
 22 May 16, 10:35 AM
 965           
 0
 22 May 16, 10:35 AM

জাতীয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিজিবি'র টিম ।।

জাতীয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিজিবি'র টিম ।।

স্পোর্টস ডেস্কঃ জাতীয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার বিকেলে মিরপুর ইনডোর স্টেডিয়ামে ৩৩তম জাতীয় জুডো প্রতিযোগিতা- ২০১৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা।

খেলায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, বিকেএসপিসহ মোট ২৪টি দল অংশ নেয়। বিজিবি ১০টি ইভেন্টে অংশগ্রহণ করে ৬টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক অর্জন করে চ্যাম্পিয়ন হয়।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জুডো ফেডারেশনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস কে আবু বাকের, বিজিবি সদর দফতরের পরিচালক (প্রশিক্ষণ) লে. কর্নেল মো. নজরুল ইসলামসহ জুডো ফেডারেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন