News71.com
 Sports
 24 May 16, 01:29 PM
 937           
 0
 24 May 16, 01:29 PM

টাইগার ড্যাশিং ওপেনার তামিমের নতুন রেকর্ড।।

টাইগার ড্যাশিং ওপেনার তামিমের নতুন রেকর্ড।।

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নতুন রেকর্ড গড়লেন টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন আবাহনীর অধিনায়ক। ৬০০০ রান থেকে মাত্র ৩৮ রান দূরে থেকে আজ বিকেএসপিতে গাজী গ্রুপের বিপক্ষে ব্যাটিংয়ে নামেন তামিম।

ইনিংসের ১৮তম ওভারে পাকিস্তানের সাঈদ আনোয়ার জুনিয়রের বলে বাউন্ডারি হাঁকিয়ে তিনি রেকর্ডবুকে নিজের নাম লেখান। আউট হওয়ার আগে খেলেন ৫৫ রানের দারুণ এক ইনিংস। ফলে তার রান হয় ৬০১৭।

তামিমের পাশাপাশি এদিন রেকর্ড গড়ার হাতছানি ছিল মোহামেডানের অধিনায়ক মুশফিকুর রহিমের সামনেও। কারণ ৫৯০৩ রান নিয়ে তামিমের পরই অবস্থান করছিলেন মুশফিক। তবে বাংলাদেশের টেস্ট দলপতি এদিন রানের খাতা খোলার আগেই রুবেলের বলে সাজঘরে ফিরেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে শীর্ষ ৫ এর বাকি তিন ব্যাটসম্যান হলেন সাকিব আল হাসান (৫২৭৬ রান), মাহমুদউল্লাহ রিয়াদ (৫০৮০ রান) ও মোহাম্মদ আশরাফুল (৪৬৭১ রান)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন